scroll
Welcome To Weblearn

Terms and condition

Outstanding support to set you on a new path.

  • আপনার অ্যাকাউন্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। এগুলো অন্য কারো সাথে শেয়ার করা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কারো সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় ব্লক করা হতে পারে এবং এতে আপনি আর এই অ্যাকাউন্ট থেকে কোর্স ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবেন না।
  • একটি অ্যাকাউন্ট শুধুমাত্র একজনের ব্যবহারের জন্য এবং অ্যাকাউন্টের কোর্সগুলোর টেকনিক্যাল সাপোর্টও শুধুমাত্র একজনই পাবেন এবং সঠিক ইমেইল এর উপারন্তে। আপনি যদি অন্য কারো জন্য কিনতে চান, আগেই আমাদের সাপোর্টে কথা বলে নেবেন অথবা যার জন্য কিনছেন তার ডিটেইলস ব্যবহার করে কিনবেন।
  • কোনভাবেই একাউন্ট রিসেল গ্রহনযোগ্য নয়। একাউন্ট রিসেল/বিক্রী করা হয়েছে বা বিক্রী করতে চাচ্ছেন এধরনের কোনকিছু ডিটেক্ট হওয়া মাত্র আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্যানড হয়ে যাবে।
  • আপনি এই কোর্সগুলো আপনার একটি কম্পিউটার এবং একটি মোবাইলফোন থেকে একসেস করতে পারবেন। এর বেশি কম্পিউটার থেকে ব্যবহার করা প্রয়োজন হলে সাপোর্ট পেজে আমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে।
  • কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস যেকোনভাবে ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আমি আশাকরি আপনি এরকম কোন কাজ করবেন না যেটা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে। এই কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে আমাদের কন্টেন্ট টিমকে অনেক পরিশ্রম করতে হয়েছে, এটাও আপনার স্বাভাবিক বিবেচনাবোধ থেকে বিবেচনা করবেন। যেকোনো ধরণের পাইরেসির ক্ষেত্রে আমরা যথাযথ ভাবে সেটার আইনি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি।
  • কোর্সে এনরোল করার পর কোন রকম রিফান্ড রিকোয়েস্ট গ্রহনযোগ্য নয়।
  • এই ওয়েব লার্ন বিডি সাইট থেকে যেকোন কোর্স কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন।কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন।